সম্প্রতি আমরা নাস্তিকতার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল বা গ্রন্থ লিখছি। কিন্তু তাদের উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদেরই কিছু ভাই ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। আমি মনে করি তাঁরা জিনিসটি ইচ্ছাকৃতভাবে করেননি। কিন্তু যেই ফিতনা চালু হয়েছে, সেটা বন্ধ করতে তাঁদেরই এক ভাই হিসেবে আমার দায়িত্ব তাঁদের সঠিক দ্বীন বুঝানো।
আমরা যারা খানিকটা ইসলাম বুঝতে পেরেছি তাদের ক্ষেত্রে একটা সাধারণ ঘটনা ঘটে। আমরা যখনি ইসলামের একটা বিধান জানি, বা কুরআনের একটা আয়াত অর্থসহ বুঝে পড়ি বা হাতের সামনে যখন হাদিসের কোন কিতাব থাকে প্রায়ই আমরা পড়তে থাকি ...