রমাদান ১৪৩৭ হিজরি এ মুসলিম মিডিয়া থেকে আয়োজন করা হয়েছে Writing Contest” এর, যেখানে কন্টেস্ট বিজয়ীদের জন্য থাকছে অসাধারন কিছু পুরস্কার

নিচের যেকোন বিষয়বস্তুর উপর নিজ থেকে লেখা প্রবন্ধ পাঠিয়ে দিন মুসলিম মিডিয়া লেটার বক্সে-

■ ই-মেইল করুণ: [email protected] ■ অথবা এখানে জমা দিন (এক্ষেত্রে ফর্মে ক্যাটাগরি অবশ্যই “Writing Contest” সিলেক্ট করতে হবে।)

রমাদান | সাম্প্রতিক বিষয়াবলি | নাস্তিকতা | সংস্কৃতি | সমাজ | রাজনীতি | ইতিহাস | দাওয়া | সীরাহ | আকিদা | ফিকহ | কুরআন | সুন্নাহ | মিডিয়া | শিক্ষা | অর্থনীতি | বিজ্ঞান | ক্যারিয়ার ও অর্থ | বিবাহ | জীবনের গল্প | সাইকোলজি | পরিবার ও গোষ্ঠী | জাতীয়তাবাদ | নারী

 লেখা পাঠানোর শেষ সময় – ৩0 নভেম্বর ২০১৬

[মুসলিম মিডিয়া টিমের সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন সময়সীমা ৩১ জুলাই ২০১৬ থেকে ৪ মাস বৃদ্ধি করা হয়েছে।]


 বিজয়ীদের জন্য থাকছে –

১. প্রথম সেরা ৩ জনের জন্য –

– ১ম পুরস্কারঃ আল-বিদায়া ওয়ান নিহায়া ১ম পাঁচ খণ্ড।

– ২য় পুরস্কারঃ আল-বিদায়া ওয়ান নিহায়া ১ম তিন খণ্ড।

– ৩য় পুরস্কারঃ আল-বিদায়া ওয়ান নিহায়া ১ম দুই খণ্ড।

২. প্রথম ৫ জনের জন্য থাকছে মুসলিম মিডিয়াতে লেখক হিসেবে যোগদানের সুযোগ।

৩. এবং নির্বাচিত প্রথম ৫টি আর্টিকেল মুসলিম মিডিয়া ব্লগে প্রকাশ করা হবে, ইনশা আল্লাহ ।

শর্তসমূহ-

১. প্রেরিত আর্টিকেল সম্পূর্ণ নিজের হতে হবে।

২. পূর্বে অন্যত্র প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়।

৩. আর্টিকেলের ভাষা বাংলা হতে হবে।

৪. আর্টিকেল .doc/.docx ফরমেটে পাঠাতে হবে।

৫. আর্টিকেলের সাথে অবশ্যই মোবাইল নাম্বার এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করে দিতে হবে।

বিচারক হিসাবে থাকছেন মুসলিম মিডিয়া কর্তৃক ব্লগের নির্বাচিত ৩ জন সুদক্ষ লেখক এবং ব্লগের বাহিরের আরও ৩ জন খ্যাতিমান লেখক।

* মুসলিম মিডিয়ার সাথে সংশ্লিষ্ট কেউ এ প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করতে পারবে না।
*প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার অধিকার মুসলিম মিডিয়া পরিচালনা টিমের হাতে ন্যস্ত।

Ramadan Writing Contest 2016 এ বিজয়ী আর্টিকেলসমূহ –

 

 

আনা উহিববুকি ফিল্লাহ – ১ম পুরুস্কারপ্রাপ্ত
যে বিয়ে আকাশে হয়েছিল – ১ম পুরুস্কারপ্রাপ্ত আর্টিকেলের লেখক
দ্বীন শিখবো কার কাছে? – ২য় পুরুস্কারপ্রাপ্ত
নারীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ ও প্রতিকারের পথ – ৩য় পুরুস্কারপ্রাপ্ত
ডারউইনের বিবর্তনবাদের সীমাবদ্ধতা
জীবনসঙ্গিনী

Loading Facebook Comments ...

19 Responses

  1. মোজাম্মেল হোসেন

    ইন শা আল্লাহ।যোগদান করার চেস্টা করব।

    Reply
    • Avatar photo
      মুসলিম মিডিয়া ডেস্ক

      বিষয়সমূহ –

      রমাদান, সাম্প্রতিক বিষয়াবলি, নাস্তিকতা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, দাওয়া, সীরাহ, আকিদা, ফিকহ, কুরআন, সুন্নাহ, মিডিয়া, শিক্ষা, অর্থনীতি, বিজ্ঞান, ক্যারিয়ার ও অর্থ, বিবাহ, জীবনের গল্প, সাইকোলজি, পরিবার ও গোষ্ঠী, জাতীয়তাবাদ, নারী

      Reply
      • Arshadullah

        কত শব্দের মধ্যে হতে হবে?? নাকি যত ইচ্ছা লেখা যাবে??? হাতে লিখিত নাকি টাইপ করা হতে হবে?? সরাসরি জমা দেয়া যাবে?? কোন ঠিকানায়??

  2. Feroz Khan

    নিচের কোন বিষয় আমিতো দেখতে পাচ্ছি না কি কি বিষয় লিখতে হবে

    Reply
    • Avatar photo
      মুসলিম মিডিয়া ডেস্ক

      বিষয়সমূহ –

      রমাদান, সাম্প্রতিক বিষয়াবলি, নাস্তিকতা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, দাওয়া, সীরাহ, আকিদা, ফিকহ, কুরআন, সুন্নাহ, মিডিয়া, শিক্ষা, অর্থনীতি, বিজ্ঞান, ক্যারিয়ার ও অর্থ, বিবাহ, জীবনের গল্প, সাইকোলজি, পরিবার ও গোষ্ঠী, জাতীয়তাবাদ, নারী

      Reply
  3. Feroz Khan

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
    ভাই, কোন কোন বিষয়ের উপর প্রবন্ধ লিখতে হবে সেটার তো উল্লেখ নাই। অনুগ্রহ করে উল্লেখ করুন।

    Reply
    • Avatar photo
      মুসলিম মিডিয়া ডেস্ক

      বিষয়সমূহ –

      রমাদান, সাম্প্রতিক বিষয়াবলি, নাস্তিকতা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, দাওয়া, সীরাহ, আকিদা, ফিকহ, কুরআন, সুন্নাহ, মিডিয়া, শিক্ষা, অর্থনীতি, বিজ্ঞান, ক্যারিয়ার ও অর্থ, বিবাহ, জীবনের গল্প, সাইকোলজি, পরিবার ও গোষ্ঠী, জাতীয়তাবাদ, নারী

      Reply
  4. রিয়াদ

    ইনশাল্লাহ লেখা শুরু করলাম……

    Reply
  5. Jabin Hamid

    সালাম

    মোট কয়টি লেখা পাঠানো যাবে ?

    Reply
  6. ইরশাদুল্লাহ

    ৩১ তারিখ কয়টা পর্যন্ত লেখা পাঠানো যাবে??? আলহামদুলিল্লাহ লেখার কাজ শেষ । এখন কম্পিউটারে টাইপ শুরু করলাম। আমার কম্পিউটারে টাইপ করতে একটু দেরি হচ্ছে।

    Reply
    • Avatar photo
      মুসলিম মিডিয়া ডেস্ক

      মুসলিম মিডিয়া টিমের সিদ্ধান্ত অনুযায়ী Ramadan Writing contest 2016 এ লেখা পাঠানোর শেষ সময় ৪ মাস বৃদ্ধি করে ৩১ নভেম্বর ২০১৬ করা হয়েছে।

      Reply

Leave a Reply

Your email address will not be published.

Loading Disqus Comments ...