আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন?
‘শয়তান’ একটি বৈশিষ্ট্যগত নাম। মানুষ বা জিন জাতির মধ্যে আল্লাহর অবাধ্য ও বিদ্রোহীগোষ্ঠীর নাম এটি। অভিযোগকারী নাস্তিক মুক্তমনারা ইবলীস ও তার বংশধর জিন শয়তানদের ব্যাপারে প্রশ্ন তুলেছে। তাদের প্রশ্ন, স্রষ্টা বলে যদি কেউ থেকেই থাকেন, তাহলে তিনি কেন এমন কিছুকে সৃষ্টি করবেন যারা তাঁর নিজ সৃষ্টিকে পথভ্রষ্ট করে জাহান্নামী করবে।