মৃত্যুকে তুমি সুন্দর করিয়াছ!
তুমি একদিন আমাকে কিছু প্রশ্ন করেছিলে মেসেঞ্জারে। ইসলাম নারীকে ঠকিয়েছে বা এই ধরনের কিছু একটা। ঠিকঠাক মনে নেই আমার। তবে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, ওইটাকে মধ্যযুগীয় বর্বরতার সাথে মেলানোর চেষ্টা করেছিলে বোধহয়। ...
ইসলাম ও বায়োলজিক্যাল সাইন্সের একজন ছাত্র। ইসলাম প্র্যাকটিস শুরু ২০১১ সাল হতে। ইসলাম নিয়ে টুকটাক লিখালিখি তখন থেকেই শুরু।