পাশ্চাত্যায়নের এই যুগে মুসলিমরা অনেকটাই আজ কোণঠাসা। সেক্যুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, নাস্তিকতা, জাতীয়তাবাদের আক্রমনে মুসলিম সমাজ দিশেহারা। ধর্মীয় অজ্ঞতা দিচ্ছে এতে ইন্ধন। এই শতাব্দীতে ইসলামিক গণজাগরণের জন্য নিবেদিতপ্রাণ অনেক মুসলিম, সংস্থা কাজ করে যাচ্ছে, যাতে সভ্যতার সংকট কিছুটা কাটানো যায়।

ইসলামের বিজয় হবেই। সেই বিজয়ে অংশ নেয়ার উদ্দেশ্যেই কিছু ব্লগার, আলেম-উলামা এবং নিবেদিত প্রাণ কয়েকজন তরুণকে নিয়েই আমাদের এই স্বল্প প্রচেষ্টা। ইসলামের মৌলিক বিষয়াদি, কোরআন, হাদীস, শরীয়া’হ, ফিকহ এর পাশাপাশি বিভিন্ন মানব সৃষ্ঠ মতবাদ ও মুসলিম সমাজকে প্রভাবিত করে এমন সব সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনা করার জন্যই এই প্লাটফর্ম।

 

লক্ষ্য

ইতিবাচক পরিবর্তনে দৃঢ়বিশ্বাসী চিন্তাবিদদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধমে আল্লাহ সুবাহানাল্লাহু তায়াল’র সন্তুষ্টি অর্জন।

উদ্দেশ্য

বাংলা ভাষাভাষী মুসলিম স্কলার এবং যুবকদের ইসলাম নিয়ে কথা বলার জন্য একটা প্লাটফর্ম তৈরী করা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মুসলিম সমাজ যেসব সমস্যার মুখোমুখী হচ্ছে তা নিয়ে আলোচনা করা এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা।