রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ গান "আমরা সবাই রাজা"কে গণতন্ত্রের বন্দনা হিসেবেও পাঠ করা যায়। এই লেখায় আমি এই গানটির একটি ধর্মতাত্ত্বিক পাঠ দেবার চেষ্টা করবো।
আপনি ডিসি ফ্রীক, মার্ভেল লাভার, টিকেটের জন্য জান কুরবান..কাল হাশরের ময়দানে আপনাকে আমাকে উঠানো হবে আমাদের ভালোবাসার মানুষদের সাথে, যাদের আমরা এই দুনিয়াতে হৃদয় উজাড় করে ভালোবাসতাম।...যাদের ভক্তি করতেন আজ তারাই আপনাকে ঘিরে আছে একই সারিতে টিকিট ছাড়াই, গ্র্যান্ড স্ট্যান্ডে! অথচ আজ আপনি নিশ্চিত না কেন এই সারিতে দাঁড়িয়ে আছেন।
আমার খুব ভালোভাবেই জানা আছে এই ধরনের প্রোগ্রামগুলোতে কী কী হয়। তারপরও শিওর হবার জন্য ক্লাসে আমার পাশে বসা এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম প্রোগ্রামে কী কী হয়েছিলো। বললো– গান, নাচ, নাটিকা (নন-মাহরাম মেল ফিমেল টুগেদার)