প্রশান্ত আত্মার ডাক! এস, এম, নাহিদ হাসান March 12, 2016 জীবন, বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব 5 2615 মহান আল্লাহ বলেন, যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয় এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ হয়। সুতরাং সফল হতে হলে নিজেকে শুদ্ধ করতে হবে। আর নিজেকে কিভাবে শুদ্ধ করতে হয় তা জানতে হলে আমাদের প্রথমে নিজেকে জানতে হব...