সূরা দুহা থেকে চারটি আত্মোন্নয়নমূলক শিক্ষা মুসলিম মিডিয়া ডেস্ক December 14, 2016 অনুপ্রেরণা ও আধ্যাত্মিকতা, ইসলাম, কোরআন ও সুন্নাহ 5227 সূরা দুহা মক্কায় অবতীর্ণ প্রথম দিককার সূরাগুলোর অন্যতম। এই সূরার মূল বিষয় হচ্ছে আশা ও আশাবাদী মনোভাব, যে কারণে এটি আত্মোন্নয়নমূলক শিক্ষার জন্য চমৎকার একটি সূরা।