কে আমি? কী আমার উদ্দেশ্য?

আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে প্রধান কারণ মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে কল্যাণের পথে আহ্বান করা। আর এই কল্যাণের পথে আহ্বান বলতে একমাত্র ইসলামের পথে আহ্বানকেই বুঝায়। কেননা এই ইসলামই একমাত্র ধর্ম, যা প্রকৃত ভালোর আদেশ দেয় আর সকল প্রকার মন্দ থেকে দূরে থাকতে বলে।

দাওয়াহ ও দাই’র বৈশিষ্ট্য

আমরা দাই’ জাতি। আমাদের জন্য দাওয়াহ ফরজে কিফায়া। আমরা যারা নিজেদের আল্লাহর দ্বীনের ধারক-বাহক মনে করি, আমাদের দৈনন্দিন জীবনের আদর্শ রাসূল ﷺ ও তাঁর সাহাবীরা ছাড়া আর কেউ হতে পারে না। একজন দাই’র উচিৎ রাসূল ﷺ এর মতো হওয়ার চেষ্টা করা।