অবসর সময়ে আমরা বিভিন্নভাবে আল্লাহ তা’আলার দেওয়া অনেক গুরুত্বপূর্ণ সময়ের অপচয় করি। যদি আমরা একটু সচেতন থাকি,তবে আখেরাতের জন্য খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া যায়।
এখন প্রশ্ন, ঐ সময়ে আমরা কি করতে পারি?
অবসর সময়ে অনেক কিছুই করা যায়…। এক্ষেত্র আমার কাছে ‘কোরআন তেলাওয়াত’ করা সবচেয়ে বেশি প্রিয়। আশা করি, এই বর্তমান সময়ে আমাদের প্রায় সবার হাতেই একটি করে ‘এন্ড্রেয়েড মোবাইল’ রয়েছে।
কি! আছে না?
এখন আমরা যদি আমাদের মোবাইলে একটি ‘কোরআন’ এর অ্যাপ রাখি, তবে আমরা অবসর সময়ে ‘কোরআন তেলাওয়াত’ করতে পারি ‘ইন শা আল্লাহ’..
এখন অবসর সময় কখন বলি…
১.আমরা অনেক সময় ‘গাড়ি/বিমান/জাহাজ’ ইত্যাদি যানবাহনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি। এ সময় আমদের তেমন কোন কাজ থাকে না।
২.কোচিং/ক্লাসে গিয়ে দেখতে পেলেন যে, স্যার তখনও ক্লাসে আসেনি। এ সময় বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় কথা বলবেন কেন?
৩.আমরা ইন্টারনেটের পেছনে কত সময় ব্যয় করি তা কি কখনো খেয়াল করেছি? হয়ত অনেক সময় ব্যয় করছি যার কোন প্রয়োজন ছিল না।
৪.যখন অনেক বন্ধু একত্রিত হয়,তখন অনর্থক গল্প করে জীবনের কত সময় পার করে তার কি কোন হিসাব আছে?
৫.ক্রিকেট/ফুটবল…খেলা দেখে বা খেলে আমরা কত সময় নষ্ট করেছি বা করছি।
৬.’গার্ল ফ্রেন্ড/বয় ফ্রেন্ড’ এর সাথে কথা বলে কত সময় নষ্ট হচ্ছে…ইত্যাদি ।
উপরে উল্লেখিত পয়েন্টগুলো একটু চিন্তা করেনতো..! আমাদের হায়াতের কত সেকেন্ড,মিনিট,ঘন্টা আমরা অপচয় করছি!
আচ্ছা, আমরা ঐ সময়ে কি একটু ‘কোরআন তেলাওয়াত’ করতে পারি না? আখেরাতের জন্য কি একটু ভালো প্রস্তুতি নিতে পারি না? যদি না পারি, তবে বুঝতে হবে- আমরাও ক্ষতিগ্রস্ত লোকদের একজন, যার কথা ‘আল্লাহ তা’আলা’ কোরআনে উল্লেখ করেছেন-
“সময়ের শপথ। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে”। [সূরা আসর (১০৩): ১-২]
লেখক: M F Hasan Kairu
মুসলিম মিডিয়া ব্লগের কার্যক্রম অব্যাহত রাখা সহ তা সামনের দিকে এগিয়ে নিতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। ব্লগ পরিচালনায় প্রতি মাসের খরচ বহনে আপনার সাহায্য আমাদের একান্ত কাম্য। বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
নিচে মন্তব্যের ঘরে আপনাদের মতামত জানান। ভালো লাগবে আপনাদের অভিপ্রায়গুলো জানতে পারলে। আর লেখা সম্পর্কিত কোন জিজ্ঞাসার উত্তর পেতে অবশ্যই "ওয়ার্ডপ্রেস থেকে কমেন্ট করুন"।