জীবন কথন

আপনি মানুষ। মানুষ মাত্রই আপনাকে তিনটি মৌলিক প্রশ্ন নিজেকে করতে হবে। ১. কোথা থেকে আমার এই অস্তিত্ব? ২. আমার এই অস্তিত্বের উদ্দেশ্য কী? ৩. আমার গন্তব্য কোথায়? ইসলামী জীবনধারা আপনাকে উপরের তিনটি মৌলিক প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে সক্ষম।

সবকিছুর মধ্যেই ধর্মকে টেনে আনা

"সবকিছুর মধ্যেই ধর্মকে টেনে আনবেন না তো" - কথাটা আমাকে চিন্তায় ফেলে দিত একসময়। আসলেই তো, সবকিছুর মধ্যেই আচার-পার্বণ সর্বস্ব ধর্মকে টেনে আনব কেন? মাথার ওপর একজন সৃষ্টিকর্তা আছেন আর তিনি সময়ে সময়ে কিছু দূত/ম্য...