হারামাইনের দেশে পর্ব: ১৬ (কুরবানি ও জামারায় কঙ্কর নিক্ষেপ)
ত্যাগের মহিমায় অনন্য যিলহাজ্জ মাসের দশ তারিখ, সারা বছরে আল্লাহ্র নিকট সর্বাধিক পছন্দের দিন। কারণ এ দিনে আল্লাহ্কে সন্তুষ্ট করার অভিপ্রায়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কুরবানি করেন। এ দিন একই সাথে ত্যাগ স্বীকারের, শুকরানা আদায়ের ও উৎসব উদযাপনের দিন।