সংশয় সিরিজ – পর্ব ০৭: মহামারীর ইসলামী সমাধান কি আমানবিক? আশরাফুল আলম October 11, 2018 ইসলাম, বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব, মুসলিম বিরোধী গোঁড়ামি 2304 সামিরা বললো, “কোনো এলাকায় ১০০০ এর মধ্যে ২০০ লোক প্লেগে আক্রান্ত। বাকি ৮০০ লোককে মোহাম্মদের আদেশ অনুযায়ী এলাকা ত্যাগ করতে না দেয়া হলে তারাও প্লেগে আক্রান্ত হবে।”