আমরা কেন সালাত পড়ি? মুসলিম মিডিয়া ডেস্ক October 21, 2016 ইবাদাত, ইসলাম 2497 আমরা কোনো নেক আমল করলে এতে আল্লাহর সামান্যতম উপকারও আমরা করছি না। বরং আমরা নিজেদের লাভের জন্য তা করছি। সালাত পড়লে আমাদের কী লাভ হয়? আসুন দেখি আল্লাহ কী বলেন।