সংশয় সিরিজ – পর্ব ০১: সত্যিই কি আমরা বিবর্তিত? আশরাফুল আলম May 1, 2017 জীবন, দাওয়া, বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব 1756 আল্লাহ যদি মানুষকে ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন না করাতেন? এই জিনিসটি যদি মানুষের ঐচ্ছিক হতো? মানুষ যদি একপাশ হয়ে অনেকক্ষণ শুয়ে থাকে তাহলে তার ওই পাশের কোষগুলো নষ্ট হয়ে যাবে!