মন-কুটিরের দ্বারে আয়াতুল্লাহ নেওয়াজ June 3, 2017 অনুপ্রেরণা ও আধ্যাত্মিকতা, ইসলাম, জীবন 1268 চোখকে বলা হয় হৃদয় বা ক্বলবের সদর দরজা। হৃদয় নানাভাবে পাপের সম্মুখীন হয়। আর অধিকাংশ পাপের সূত্রপাত হয় চোখের দ্বারা।