ভালোবাসা: তোমার জন্যে মুহাম্মাদ তোয়াহা আকবর May 3, 2016 জীবন, শিক্ষা 2 1427 - সব মিলিয়ে টোটাল ২ বিলিয়ন ডলার দেয়া হচ্ছে। নগদে দেয়া হচ্ছে। - কিসের বিনিময়ে? - বিনিময় হিসেবে তোমাকে তোমার কাছে থাকা বেস্ট দুটো ক্যামেরা দিয়ে দিতে হবে। - এ আর এমন কি? উম্মম, আমার কাছে একটা মোবাইলে থাকা ক্যাম...