রহমতের ঝর্ণাধারা

আমি বারবার সিক্ত হয়েছি রবের ভালবাসায়! মাঝে মাঝে ইচ্ছে করে ভালবাসাগুলোকে লিখে ফেলতে। কিন্তু তা কি আর সম্ভব ... ? "বলুন, আমার পালনকর্তার কথা লিখার জন্যে সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে, সাহায্যার্থে অনুরুপ পরিমাণ সমুদ্র এনে দিলেও।" [সূরাহ আল-কাহফ (১৮):১০৯]

আমরা কেন সালাত পড়ি?

আমরা কোনো নেক আমল করলে এতে আল্লাহর সামান্যতম উপকারও আমরা করছি না। বরং আমরা নিজেদের লাভের জন্য তা করছি। সালাত পড়লে আমাদের কী লাভ হয়? আসুন দেখি আল্লাহ কী বলেন।