বিশ্ব কাঁপে বিশ্বকাপে

আল্লাহ্‌ আমাদেরকে আরদ্বে খলিফা হিসেবে প্রেরণ করে যেসব দায়িত্ব দিয়েছেন, বৈশ্বিক ক্রীড়াকৌশল আয়োজনের এই প্রক্রিয়ায় আমাদের সেসব দায়িত্বের অনেকগুলোই ব্যাহত হচ্ছে। উম্মাহভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের এসকল সার্কাস পার্টির দিকে প্রশ্রয়ের দৃষ্টি নিক্ষেপ করা অনুচিত বলেই আমার মনে হয়। সঠিক ব্যাপার আল্লাহ্‌ই ভালো জানেন।

আকাশ সংস্কৃতির করালগ্রাসে আত্মশুদ্ধির অমূল্য ক্ষণ

আমরা অনেকেই রমাদ্বানের মহামূল্যবান সময় ব্যয় করছি সিরিয়ালের পেছনে। অহেতুক সময় নষ্ট করছি। অথচ মুমিনের বৈশিষ্ট্যের পরিচয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন- وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ যারা অসার কাজ থেকে দূরে থাকে। [সূরাহ আল-মুমিনূন (২৩):৩]