হারামাইনের দেশে: পর্ব ১০ (বিপদ ও আল্লাহ্‌র অপার অনুগ্রহ)

যখন অনেককে ঘরে সালাত আদায় করতে দেখতাম, তখন মনের ভেতর বেশ খুঁত খুঁত করতো। মনে হতো কাবার এত নিকটে এসেও কীভাবে কারো ইচ্ছে হয় ঘরে বসে সালাত পড়ার! সামনের দিনগুলোতে আমরা দুজন যে কত কম যেতে পারবো মাসজিদুল হারামে, তা যদি তখন জানতাম, তবে অন্যদের প্রতি সমালোচনামূলক চিন্তা করার আগে একবার ভেবে নিতাম!

আমরা কেন সালাত পড়ি?

আমরা কোনো নেক আমল করলে এতে আল্লাহর সামান্যতম উপকারও আমরা করছি না। বরং আমরা নিজেদের লাভের জন্য তা করছি। সালাত পড়লে আমাদের কী লাভ হয়? আসুন দেখি আল্লাহ কী বলেন।