সত্য মুহাম্মাদ তোয়াহা আকবর January 15, 2019 আক্বীদাহ ও ফিকহ্, ইসলাম, জীবন, বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব 1113 “সত্যি করে বলুন, আজ আপনাকে বলতেই হবে, আপনি কি আমাকে আর ভালোবাসেন না?” জীবনসাথীর কাছ থেকে আসা উত্তরটা যেনো অবশ্যই সত্য হয়- এই চাওয়ার পেছনের দাবীটা আর বুকের ধুকপুকানিটা একদমই নিখাঁদ। সত্যকে জানতে চাওয়ার এই তীব্...