সালাত কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
আপনি যখন বলেন, 'কালকে থেকে সালাত পড়বো,' তখন নাহয় আমরা আপনার ফাঁকিবাজির শিকার হলাম। কিন্তু যিনি আপনার অন্তরসমূহের খবর আপনার চাইতে ভালো রাখেন, তাঁকে কীভাবে ফাঁকি দিবেন, ব্রাদার? এখন তো আবার নতুন এক সিস্টেম পেয়ে গেলেন মুক্তমনা কলাবিজ্ঞানীদের তরফ হতে, "সালাত আদায় করলে শারীরিক ক্ষতি হয়।" এ প্রসঙ্গে কিছু বলা যাক।