পাপের অশুভ পরিণাম
কবিরাহ গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানতে চেয়ে ইমাম ইবন কায়্যিম আল-জাওযিয়্যাহকে জনৈক ব্যক্তি চিঠি পাঠান। সেই চিঠির উত্তরে তিনি আল-জাওয়াব আল-কাফি নামে বিখ্যাত লেখাটি রচনা করেন। পাপের অশুভ পরিণতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।