প্রসঙ্গ: বিবাহ

জোড়া সৃষ্টির অন্যতম কারণ হলো, যেন একে অপরের সঙ্গ দ্বারা নিরাপত্তা, দয়া, সম্প্রীতি ও প্রশান্তি লাভ করতে পারে। এই জোড়ায় জোড়ায় থাকার কিছু নিয়ম আছে। যতই ভালোবাসা থাকুক, যতই কেয়ারিং শেয়ারিং থাকুক, ইচ্ছেমতো জোড়া বাঁধলে একই কাজ জান্নাতের বদলে জাহান্নামে নিক্ষেপ করবে। ইসলামে জোড়া বাঁধার পদ্ধতির নাম হলো নিকাহ বা বিবাহ।

ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার

আমাদেরকে আল্লাহ্‌ এত সম্মান ও অধিকার দেবার পরেও, সমাজে সঠিক ইসলাম চর্চা না হবার কারণে নারীরা প্রতি পদে পদে অনবরত ধাক্কা খাচ্ছে, বঞ্চিত হচ্ছে ... আমরা আমাদের ধর্ম ও ধর্মে প্রদত্ত অধিকারের ব্যাপারে শিক্ষিত হই না বলেই আমাদের ওপর এত নির্যাতন করা সম্ভব হচ্ছে।