২০টি এক্স্যাম টিপস! – শাইখ সালিহ আল মুনাজ্জিদ মুসলিম মিডিয়া ডেস্ক April 19, 2018 জীবন, শিক্ষা 1035 মুসলিম ছাত্ররা এই দুনিয়ায় যখন কোনো পরীক্ষার সম্মুখীন হয়, তখন তারা আল্লাহর উপরেই ভরসা রাখে আর লক্ষ্য অর্জনে হালাল পন্থা অবলম্বন করে। তাদের মতো সফল হওয়ার জন্য কতগুলো টিপস অনুসরণ করে চলতে হবে।