যুক্তির মানদন্ডে স্রষ্টা ও সৃষ্টি

কোন দার্শনিক ও নাস্তিক যদি বলে, আমি স্রষ্টার অস্তিত্ব, তাঁর নাম এবং তাঁর সিফাত কোন কিছুই সাব্যস্ত করি না, বরং সৃষ্টার অস্তিত্ব অস্বীকার করি। তার জবাবে বলা হবে যে, বিবেক ও বোধশক্তি দ্বারা সুস্পষ্টভাবেই উপলব্ধি ক...

সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের যৌক্তিকতা!

সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কতটুকু যৌক্তিক? এই বিশ্ব জগতের স্রষ্টা কি কেউ আছে? কেউ যদি কোন এক অজানা দ্বীপে গিয়ে উপস্থিত হয় এবং মানুষের পায়ের চিহ্ন দেখে তবে সে অবশ্যই চিন্তা করবে এই দ্বীপে আমার আগে কেউ এসেছিল। স...