কিছু ডেইস্ট এবং এগনোস্টিক বিশ্বাস করে- সৃষ্টির সাথে স্রষ্টা আল্লাহ্র আর কোনো কমিউনিকেশন নেই! কিন্তু আল্লাহ্ তাঁর সৃষ্টির সাথে বিভিন্নভাবে কমিউনিকেইট করেন।
আপনি যদি মনে করেন আপনার কাছে যতটুকু ইনফরমেশন আছে, আপনি ইসলামিক ব্যাংকিং নিয়ে যা জানেন তাতে মনে হচ্ছে এটা সন্দেহজনক বিষয়, আপনার জন্য তো এটাই উত্তম যে আপনি ‘সন্দেহজনক’ বিষয় এড়িয়ে চলবেন যতক্ষণ না আপনার জন্য আল্লাহ্ বিষয়টা পরিষ্কার করে দেন! কিন্তু আপনি যখন কোনো বিষয়কে সন্দেহজনক বলে ‘প্রচার’ করবেন, তখন ব্যপারটা ভিন্ন!
মানুষের এক্সপেরিমেন্ট বা সাইন্টিফিক ডিস্কাভারিগুলো বড়জোর মানুষকে কোনো বিষয়ে ধারণা দিতে সক্ষম হতে পারে, অ্যাবসোলিউট ট্রুথ বা জ্ঞান দিতে সক্ষম নয়। রিভিলেশন বা ‘ওয়াহী’র দ্বারা কনফার্ম হওয়া ছাড়া সবই আমাদের ধারণা মাত্র, কারণ সবকিছুর অ্যাবসোলিউট রিয়েলিটি আমরা জানি না। যিনি এসব সৃষ্টি করেছেন, তিনি জানেন।
"নিতু আজকে সত্যি সত্যি সেজেছে। তার গায়ে লাল সিল্কের শাড়ী-ঠোঁটে কড়া করে লাল লিপস্টিক দেয়া। শুভ্র কখনো নীতুর ঠোঁটে লিপস্টিক দেখেনি। ... (নীতু বলল) তারপর ঠিক করলাম তুমি যখন আসবে তোমাকে বলব আমার শরীরটাই তো তোমার দর...