জীবনে এমন অনেক সময় আসে যখন হতাশা, বিষণ্ণতা কিংবা দুশ্চিন্তায় বুক হাঁসফাঁস করে। তাই এসব দুর্বল মুহূর্তগুলোর ব্যাপারে আমাদের আগে থেকেই কিছু প্রস্তুতি থাকা জরুরি।
অতীতের বিভিন্ন সত্য ঘটনা উল্লেখ করার মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া যাল আমাদেরকে গুরুত্বপূর্ণ অনেক শিক্ষা দিয়েছেন। এমনই একটি ঘটনা হলো আসহাবে কাহফ বা গুহাবাসীদের ঘটনা।