ভালো মানুষ হতে আবার ধর্মের কী দরকার?

ধর্মপালন ছাড়াই মানুষ নৈতিকভাবে সৎ হতে পারে–এই মতবাদটি একরকম স্বতঃসিদ্ধ সত্য হিসেবে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আসলেই কি তা সত্য?

ইলিয়াড, ট্রয় ও নিরীশ্বরবাদ

পশ্চিমা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলে ধারণা করা হয় মহাকাব্য "ইলিয়াড"কে। তবে এর কাহিনী বর্ণনা করা এই লেখার উদ্দেশ্য নয়। "ইলিয়াড" এর মাধ্যমে কীভাবে আজকের নিরীশ্বরবাদী সেক্যুলার চিন্তাকাঠামোকে ব্যাখ্যা করা যায়, এ নিয়েই আজকের আলোচনা।

ধর্ম যার যার উৎসব সবার!! – কিছু কথা অতঃপর মুসলিম ও পূজা

বর্তমানে তথাকথিত সুশীলদের বাজারে বিখ্যাত হওয়া একটি উক্তি হল “ধর্ম যার যার উৎসব সবার।” আর এই উক্তিটা তখনই তাদের মুখে বেশি শোনা যায় যখন কি না সামনে এসে পড়ে দূর্গাপূজা বা অন্যান্য পূজা। আর এই কথার চাদরে মুখ লুকিয়ে...