জীবন কথন অতিথি লেখক July 25, 2018 অনুপ্রেরণা ও আধ্যাত্মিকতা, ইসলাম 871 আপনি মানুষ। মানুষ মাত্রই আপনাকে তিনটি মৌলিক প্রশ্ন নিজেকে করতে হবে। ১. কোথা থেকে আমার এই অস্তিত্ব? ২. আমার এই অস্তিত্বের উদ্দেশ্য কী? ৩. আমার গন্তব্য কোথায়? ইসলামী জীবনধারা আপনাকে উপরের তিনটি মৌলিক প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে সক্ষম।