হারমাইনের দেশে: পর্ব ০৬ (মাসজিদে নববী) হাসনীন চৌধুরী December 24, 2017 জীবন, জীবনের গল্প 419 এ মাসজিদের আকার আকৃতি, রাজকীয়তা, পরিচ্ছন্নতা, কারুকার্য নিয়ে বহু বাক্য রচনা করা যাবে। কিন্তু মাসজিদে নববীর মূল মাহাত্ম্যর পাশে এসব বিশেষণ যেন ম্রিয়মাণ হয়ে পড়ে।