মরুসিংহ: ওমর মুখতার মুসলিম মিডিয়া ডেস্ক April 30, 2019 ইতিহাস ও জীবনী, ইসলাম 1343 সময়টা ছিল ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর। আজ থেকে প্রায় ৮৭ বছর আগে এই দিনে ইতালিয়ান ঔপনিবেশিক সেনাবাহিনী ওমর মুখতার (রহিঃ)-এর মৃত্যুদন্ড কার্যকর করে। তিনি শাহাদাত বরণ করেন। সেই সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ওমর মুখতার...