হারামাইনের দেশে: পর্ব ১২ (মিনার পথে পথ হারিয়ে)

ঈশার পর বাস আসার কথা। এখন রাত প্রায় দশটা বেজে গেছে, বাসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সকলে আশা করছেন আর অল্প কিছুক্ষণের মাঝে বাস এসে যাবে। তখন তো আর আমরা জানতাম না যে, আজ রাতে আমাদের কপালে লম্বা ভোগান্তি আছে। বাস দেরী হওয়া দিয়ে সবে তার সূচনা হলো।

হারামাইনের দেশে পর্ব: ১৩ (হাজ্জ শুরু – মিনায় প্রথম দিন)

যিলহাজ্জ মাস হিজরি সনের সমাপনী মাস। এ মাসেই পবিত্র হাজ্জব্রত পালন করতে হয়। হাজ্জের মূল কার্যাবলী শুরু হয় যিলহাজ্জের আট তারিখ থেকে, শেষ হয় যিলহাজ্জ মাসের ১২/১৩ তারিখ। এরপর নিজ দেশে ফেরত যাবার আগে সকলকে বিদায়ী তওয়াফ করে নিতে হয়। রাসুল ﷺ তাঁর সমগ্র জীবনে মাত্র একবার হাজ্জ করার সুযোগ পেয়েছিলেন।