দুনিয়াতে আসার মাধ্যম হলেন যারা…
সেকুলারদের মতে, আমরা দুনিয়াতে এসেছি মা-বাবার sexual desire পূরণের মাধ্যমে। এবং বৃদ্ধকালে যাতে তাদের দেখাশুনা করতে পারি, সে জন্যে। পুরোটাই তাঁদের নিজস্ব ফায়দা পাবার জন্যে। তাই তাদের কাছে মা-বাবার খেদমত গুরুত্বহীন। কিন্তু মুসলিম এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। স্বয়ং আল্লাহ তা’আলা তাকে হুকুম দিয়েছেন যে, তাঁদের খেদমত করতেই হবে।