আল্লাহ্র রাসূল ﷺযা বর্জন করেছেন তা করার মাধ্যমে কেউ যদি “বেশি সওয়াব” এর আশা করে তা হবে এক বিধ্বংসী চিন্তা। আর এই বিধ্বংসী চিন্তা থেকেই বিদ’আত শুরু হয়।
প্রশংসা আল্লাহ্ সুবহানহুয়া তা'আলার, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর অনুসারীদের উপর। আবারও প্রশংসা আল্লাহ্ তা'আলার প্রতি আমাকেও তাঁর (সা.) অনুসারীদের অন্তর্গত হওয়ার তীব্র...