দশ কথা

তোর দেহকে শিকল পরানো যাবে, টর্চার করা যাবে, বাট তোর উপরে তো এক আল্লাহ ছাড়া লিট্যারেলি কারো কোনো ক্ষমতা নাই। উনি বাদে কেউ কিচ্ছু করতারবে না তোর। কোনো জ্বিন না, মানুষ না, ফেরেশতাও না। কক্ষনো না। এইটা তুই কবে বুঝবি? কবে চিনবি নিজেকে, হ্যাঁ? তুই তো এই দেহের সৃষ্ট চাওয়া-পাওয়ার দাস না, গোলাম না।

‘ইজাযুল কুরআন

আমি আজ যেটা শেয়ার করবো সেটা শুধুই তথ্য নয়, তথ্যের চাইতেও বেশি কিছু, যাকে আরবিতে ‘ইজায বলা হয়। ‘ইজায হচ্ছে এমন কিছু যা আপনাকে হতভম্ব করে দেয়।

সূরা রূমের অলৌকিকত্ব

মুসলিমদের কাছে আল্লাহর দেওয়া এই ভবিষ্যদ্বাণী শুনে বিস্ময়ে মক্কার অবিশ্বাসীদের চোয়াল ঝুলে পড়ে। বলে কী এরা! পারসিয়ানদের মতো পরাক্রমশালীরা হারবে!