রুকুকারীদের সাথে রুকু করুন
কত সময়ই তো দুনিয়াবি ব্যস্ততায় কাটিয়ে দেই। অফিস, ভার্সিটির কাজ করতে করতে সালাতের টাইম হয়ে গেলে সময় বাঁচানোর জন্য বাসায় পড়ে নেই। কিন্তু একটু কি লক্ষ করে দেখেছেন যে, সময় কিন্তু সেইভাবে সেইভ হচ্ছে না। হয়তো আপনি বাসায় সালাত পড়ে অন্য কাজে ব্যস্ত হয়ে সময়টা নষ্ট করে ফেলেছেন।




