ভাষা

গাছ’ জিনিসটা আপনাকে আমি কতরকমে বোঝাতে পারবো? মুখে ‘গাছ’ উচ্চারণ করে, কাগজে লিখে অথবা গাছের ছবি এঁকে। কোনো ক্ষেত্রেই কিন্তু ‘গাছ’ শব্দটা বা এর ছবিটা সেই সত্যিকারের গাছটা নয়। আপনার-আমার মাঝে ভাবের আদান-প্রদান হওয়ার জন্য আবিষ্কৃত এসকল লিখিত চিহ্ন ও মুখঃনিসৃত আওয়াজের প্যাটার্নগুলোর সমষ্টিই হলো ‘ভাষা’।