সংশয় সিরিজ – পর্ব ০৪: কুর’আনের ভ্রূণবিদ্যা কি গ্রীকদের থেকে নকলকৃত? আশরাফুল আলম August 27, 2017 জীবন, দাওয়া, বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্ব 1240 “আচ্ছা তাহলে তুই মেনে নিয়েছিস যে কুর’আনের ভ্রূণবিদ্যা সঠিক। কিন্তু তোর বক্তব্য হলো, মুহাম্মাদ ﷺ এসব বিবরণ গ্রীকদের থেকে নকল করেছেন। তাই তো?” সামিরা উত্তর দিলো, “হুম! হতে পারে!”