বিদ’আত: সুন্নাহর আদি ও অকৃত্রিম শত্রু (পর্ব – ১) মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াদুদ September 27, 2017 আক্বীদাহ ও ফিকহ্, ইসলাম 833 আল্লাহ্র রাসূল ﷺযা বর্জন করেছেন তা করার মাধ্যমে কেউ যদি “বেশি সওয়াব” এর আশা করে তা হবে এক বিধ্বংসী চিন্তা। আর এই বিধ্বংসী চিন্তা থেকেই বিদ’আত শুরু হয়।