ইসরা ও মিরাজের সত্যতা: মাসজিদুল আকসার অস্তিত্ব নিয়ে প্রশ্ন মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার October 19, 2018 ইসলাম, দাওয়া 959 নাস্তিক ও খ্রিষ্টান মিশনারিদের বক্তব্য—ইসরা ও মিরাজের রাতে মুহাম্মাদ (ﷺ) এর মক্কা থেকে আল-আকসা মাসজিদ ভ্রমণ আদৌ সম্ভব নয়, কারণ সেখানে তখন কোনো মাসজিদ ছিলো না।