নারীদের ধর্মীয় ও মানসিক স্বাস্থ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব

দৈনিক ৩ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লগইন করে থাকে। জ্বি, ঠিকই পড়ছেন, ৩ বিলিয়ন মানুষ! এই পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে বিশ্বের জনবসতির ৪০% মানুষ অর্থাৎ, প্রায় অর্ধেক দুনিয়াবাসী দৈনিক এই মাধ্যমগুলোত...

সোশাল মিডিয়া, প্রাইভেসি ও নারসিসিজম

সোশাল মিডিয়াগুলো মানুষের একটি মৌলিক চাহিদার উপর অনন্তর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা হলো "সামাজিক স্বীকৃতি"। সে কারণেই ফেইসবুকের মতো সাইটগুলো চায় আমাদের প্রত্যেকেই যেন আমাদের তুচ্ছ বিষয়গুলোও অনলাইনে শেয়ার করতে থাকি। এবং সেই শেয়ারকৃত বিষয়গুলি প্রায় সময়েই 'লাইক' করার দর্শক থাকবে - এটাও তারা নিশ্চিত করে।