কালো সিল্কের উপর সোনালী সুতার কাজ করা কাবা ঘর আমার একদম চোখের সামনে!! সত্যি সত্যি আমরা এখানে!! চর্মচক্ষুতে কাবা প্রথম দেখে কেউ কান্নায় ভেঙে পড়ে, কারো অনুভূতি অবশ হয়ে যায়।
আমরা বহুদিন ধরে উন্মুখ হয়ে ছিলাম আল্লাহ্র ঘর দেখার জন্য, কিন্তু যার ঘর তাঁর ডাক না আসলে, কোনোভাবেই যাওয়া যে সম্ভব নয়, তা আমরা সে সময় প্রতি পদে হাড়ে হাড়ে টের পেয়েছি।