ইসলামের দৃষ্টিতে নবজাতকের অধিকার
দশ মাস দশ দিন অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে নবজাতকের আগমনে খুশির হিল্লোল বয়ে যায় প্রতিটি পরিবারে। কিন্তু অধিকাংশ মুসলিম পিতা-মাতাই জানেন না ইসলাম নবজাতকের জন্য কী কী অধিকার সুনিশ্চিত করেছে। বরং দেখা যায় অনেক অভিভাবক নবজাতককে কেন্দ্র করে অজ্ঞতাবশত বিভিন্ন বিদ‘আতি ও শির্কি কাজে লিপ্ত হয়ে পড়েন।