স্টেরিওটিপিক এলিয়েনের গল্প উম্মে আফরাহ October 11, 2017 অনুপ্রেরণা ও আধ্যাত্মিকতা, জীবন 1074 আমাদের এলিয়েন কোনো ভিনগ্রহের বাসিন্দা নয়, এই গ্রহের আলো বাতাসেই বড় হয়েছে সে। তবুও গড্ডালিকা প্রবাহে ভেসে না যাওয়াই তাকে বানিয়ে তুলেছে নিজ গ্রহে এলিয়েন।