বিশ্ববিদ্যালয়ের জাহিলিয়াত
একটা ইন্ট্রেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেক নবীই মেষ পালন করতেন কিংবা ছাগল চরাতেন। কারণ মানবজাতির আচরণ অনেকটা ছাগল ভেড়ার মতো। এদেরকে এক পালে ঐক্যবদ্ধ রাখা খুবই কষ্টসাধ্য কাজ। আমরা যারা এই আধুনিক যুগে বিশ্ববিদ্যালয়ে পড়ি কিংবা কোনো সহশিক্ষার অঙ্গনে যাতায়াত রয়েছে, তাদের সবারই অভিজ্ঞতা আছে মানুষের এই ছাগলপ্রবণতা অনুভব করার।